ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দামুড়হুদার সীমান্তবর্তী আরো ১০ গ্রাম ‘লকডাউন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ৫, ২০২১
দামুড়হুদার সীমান্তবর্তী আরো ১০ গ্রাম ‘লকডাউন’ করোনা প্রতিরোধ কমিটির সভা। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তঘেঁষা আরো ১০ গ্রামে ‘লকডাউন’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামীকাল রোববার (০৬ জুন) থেকে এ ‘লকডাউন’ কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

শনিবার (০৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলা সভা কক্ষে আয়োজিত করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২ জুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী সাতটি গ্রাম ‘লকডাউন’ ঘোষণা করা হয়। এর তিন দিন পর নতুন করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১০টি গ্রামে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সীমান্তবর্তী দুটি ইউনিয়নের মোট ১৭টি গ্রাম ‘লকডাউনে’র আওতায় আসলো।

নতুন লকডাউন ঘোষিত গ্রামগুলো হচ্ছে- দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর, নাস্তিপুর, ঝাঁঝাঁডাঙ্গা, ছোট বলদিয়া, বড়বলদিয়া, বাড়াদি, কামারপাড়া, চাকুলিয়া, ঠাকুরপুর ও ফুলবাড়ি।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়া সভায় উপজেলা পর্যায়ের সব জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগর টগর বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে সাতটি গ্রাম ‘লকডাউনে’র আওতায় আনা হয়েছে। এছাড়া নতুন করে আরো ১০ গ্রাম ‘লকডাউনে’র আওতায় আনা হলো। এসব ঝুঁকিপূর্ণ এলাকার চায়ের দোকানগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। ‘লকডাউনে’র আওতাধীন গ্রামবাসীদের নগদ ও খাদ্য সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।