ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুন ১১, ২০২১
যশোরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

যশোর: যশোরে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইয়লো জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে ওই ওয়ার্ডে আটজনের মৃত্যু হয়েছে।  

আব্দুর রাজ্জাক শহরের খয়ের তলা কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকার মৃত নাছের উদ্দিনের ছেলে। হাসপাতালের 

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ইয়লো জোনে ভর্তি হন। এর পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী তিনি বাড়িতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।  

স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে বলেও জানান আরিফ হোসেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ১১, ২০২১
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।