ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে পৌঁছালো ‘সিনোভ্যাক্স’র ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২১
বরিশালে পৌঁছালো ‘সিনোভ্যাক্স’র ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন

বরিশাল: কোভিড-১৯ নিয়ন্ত্রণে বরিশাল জেলায় ৩৯ হাজার ৬শ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে।  

বুধবার (১৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৬৬ বক্সের প্রতিটিতে ৬শ ডোজ করে এ ভ্যাকসিন বুঝে নেওয়া করা হয়।



এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, চীন সরকারের উপহার হিসেবে কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ৬ লক্ষ্য ভ্যাকসিন ‘সিনোভ্যাক্স’র মধ্যে বরিশাল জেলার জন্য ৩৯ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হলো। শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।