ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে পৌঁছালো ৩৭ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জুন ১৯, ২০২১
সিলেটে পৌঁছালো ৩৭ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

সিলেট:  সিলেটে পৌঁছালো চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২শ ডোজ করোনা ভ্যাকসিন।  

শুক্রবার (১৭ জুন) ভ্যাকসিনগুলো সিলেটে পৌঁছানোর পর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে রাখা হয়।

 

সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন চীনের টিকার ৩৭ হাজার ভ্যাকসিন পৌছেছে।  

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।  

তিনি বলেন, শনিবার ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।  

ডা. জাহিদুল ইসলাম বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে এলে তাদের টিকা দেওয়া হবে।  

মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মরদেহের দাফনে নিয়োজিতদের টিকা দেওয়া হবে।  

এছাড়া বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদের টিকা দেওয়ার জন্য আমার কাছে নির্দেশনা এসেছে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।