ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নাটোরে হটলাইনে কল করলেই মিলবে অক্সিজেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২১
নাটোরে হটলাইনে কল করলেই মিলবে অক্সিজেন হটলাইনে কল করলেই মিলবে অক্সিজেন

নাটোর: নাটোর জেলা পুলিশের হটলাইন নম্বরে কল করলেই করোনায় আক্রান্ত ব্যক্তির কাছে ১০ মিনিটের মধ্যেই নির্ধারিত গাড়ির মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বাড়ি অথবা হাসপাতালে।  

এজন্য ৫১টি অক্সিজেন সিলিন্ডার ও তিনটি অ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপভ্যান প্রস্তুত রাখা হয়েছে।

পাশাপাশি জেলায় দায়িত্বরত সব পুলিশ সদস্যদের সুরক্ষায় এই অক্সিজেন ব্যবহার করা হবে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বড় হরিশপুর পুলিশ লাইনের ড্রিল শেডে অক্সিজেন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন এ কথা বলেন।  

নাটোর পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন বলেন, চলমান করোনার মহামারিতে বাংলাদেশ পুলিশ অসামান্য অবদান রেখে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। দেশের মানুষকে সেবা দিতে গিয়ে ইতোমধ্যে অনেক পুলিশ সদস্যই করোনা আক্রান্ত হয়ে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাই নাটোরে দায়িত্বরত সব পুলিশ সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করেই অক্সিজেন ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যের পাশাপাশি যদি কোনো জনসাধারণও অক্সিজেন সংকটে পড়েন, সেক্ষেত্রে নাটোর জেলা পুলিশের হটলাইন নম্বরে কল করলে নির্ধারিত গাড়ির মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রত্যাশী ওই ব্যক্তির কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। এ সময় পুলিশের ডিআইজি করোনার এই মহামারিতে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে করোনা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব ভদ্র, নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার শরীফ উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।