ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ ১২ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯৫ জন।  

রোববার (১৮ জুলাই) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত মৃতরা হলেন- বগুড়া কাহালু উপজেলার ফাতেমা (৫৫), সদর উপজেলার এজাজুল (৪৫), আনোয়ার (৬৮), আজিজুল (৮২), রাজিয়া (৬০), সাহেরা (৪০) ও সারিয়াকান্দি উপজেলার নুরজাহান (৬১)।  

অপরদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ১৩ জন, এন্টিজেন পরীক্ষায় ২৮০ জনের মধ্যে ৫৯ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৬টি নমুনার মধ্যে ১৬ জনসহ ১৯৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।  

এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৭ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন। এছাড়া নতুন সাতজনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৩১ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।