ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা চিকিৎসায় দামি ইনজেকশনের ঘাটতি মেটাবে জেলা পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
করোনা চিকিৎসায় দামি ইনজেকশনের ঘাটতি মেটাবে জেলা পরিষদ

রাঙামাটি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, করোনা আক্রান্ত রোগীর জন্য দামি ইনজেকশনের সংকট থাকলে জেলা পরিষদ সেই ঘাটতি মেঠাবে।  

বুধবার (১৮আগস্ট) দুপুরে জেলা পরিষদের সস্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চেয়ারম্যান বলেন, করোনার চিকিৎসা দেওয়ার পাশাপাশি সাধারণ চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন ঘটাতে হবে। হাসপাতালের সেবার মান বাড়াতে হবে। বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মত রাঙামাটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ হাসপাতালের চারিদিকের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। করোনা পরিস্থিতির উন্নয়ন হলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করবেন বলে সভায় জানান চেয়ারম্যান।

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, বিপুল ত্রিপুরা, বাদল চন্দ্র দে, প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খীসা, দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, আসমা বেগম, সবির কুমার চাকমা, নিউচিং মারমা, আব্দুর রহিম, রেমলিয়ানা পাংখোয়া,  সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জেলার করোনা পরিস্থিতির ওপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করে বলেন, জেলায় সর্বশেষ ১৭ আগস্ট পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ৩৫৭৬ জন। সুস্থ হয়েছেন ২৯৭৫ জন। মোট মৃত্যু ৩১ জন।  

তিনি বলেন, ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন ১০৮৮৮৩ জন এবং ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩২৪৩৯ জন।

 তিনি সভায় বলেন, রাঙামাটিতে সংক্রমণের হার ২৪ দশমিক ৮২ শতাংশ। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা নেওয়ার ওপর জোর দিতে হবে। ৭-৯ আগস্টের গণটিকায় ৬৮টি কেন্দ্রে ৩১৯৯৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।