ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জাপান থেকে আসছে আরও সাড়ে ৬ লাখ টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
জাপান থেকে আসছে আরও সাড়ে ৬ লাখ টিকা

ঢাকা: জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার আরও সাড়ে ছয় লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবে।  

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২১ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা টিকার চতুর্থ চালান গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে, শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার সাত লাখ ৮১ হাজার লাখ ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে আট নম্বর গেটে ইপিআই এর সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম বলেন, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় আজ (২১ আগস্ট) সাত লাখ ৮১ হাজার  লাখ ডোজ টিকার চতুর্থ চালান ঢাকায় এসেছে। আগামী সপ্তাহে আরও ছয় লাখ ৫০ হাজার ডোজের বেশি টিকা আসার কথা রয়েছে। এটি অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ।

তিনি বলেন, এখন আমাদের দেশে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্ম,  মডার্না ও ফাইজারের টিকা চালু আছে। প্রতি সপ্তাহে দেশে টিকার চালান আসছে। যেখানে বিশ্বের অনেক দেশেই টিকার সঙ্কট রয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমাদের দেশেও ১৪ লাখ টিকার সঙ্কট দেখা দিয়েছিলো। তবে আমরা তা কাটিয়ে উঠেছি। এখনকার সব টিকাই সারপ্লাস টিকা।  

এর আগে, গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬  হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে।  আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

প্রসঙ্গত, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।