ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ফরিদপুরে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩০

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৯টি নমুনা পরীক্ষা করে নতুন ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৫ শতাংশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত দু’ জনই ফরিদপুর সদরের বাসিন্দা। এছাড়া পিসিআর ল্যাবে শনাক্ত ২৭ জনের মধ্যে ভাঙ্গায় ৯ জন, নগরকান্দায় একজন, মধুখালীতে একজন, সদরপুরে দু’জন, চরভদ্রাসনে একজন, ফরিদপুর সদরে ১৩ জন রয়েছেন। বাকী তিনজন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ (শুক্রবার) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৫ জন।  জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৫১৩ জনের।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।