ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে করোনা-উপসর্গে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
মমেক হাসপাতালে করোনা-উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ‍্যে করোনা আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গ নিয়ে দু’জন মারা গেছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ফ্লোরেন্স রন্ডি (৭৫) ও টাঙ্গাইল জেলা সদরের আয়েশা খাতুন (৬৫)। এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আহমেদ অলি (৬৫) ও নেত্রকোনা জেলা সদরের মঞ্জুরা (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।  
 
এ নিয়ে চলতি মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১১৬ জনের মৃত্যু হলো।  

এর আগে গত জুলাই ও আগস্ট মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে আটজন চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১৬ জন।  

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৮০টি নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার আট দশমিক ২২ শতাংশ।  

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯২৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯১ জন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।