ঝিনাইদহ: ঝিনাইদহে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে আবারও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে ৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। আসন সংখ্যা সীমিত আর জনবল সংকট থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, গত ৪ নভেম্বর থেকে শহরের হামদহ এলাকায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়। ৪ দিনে প্রায় ৩০০ জন মানুষ ডায়রিয়ার আক্রান্ত হন। গত মঙ্গলবার থেকে ওই এলাকায় আক্রান্তের সংখ্যা কমে গেলেও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে তাদরে। আক্রান্ত এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনটি