ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
বরিশালে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু

বরিশাল: বরিশালে জেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

এসময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তদরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগ সূত্র জানায়, স্টেডিয়ামে সোমবার জেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

প্রথমদিন জেলার ১০ উপজেলার এক হাজার ২শ’ শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামে জেলার ১০ উপজেলার ১৭ হাজার একশ’ হাজার এইচএসসি শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা। টিকা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্যদের টিকা দেওয়া হবে।

এর আগে গত সোমবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তন কেন্দ্রে মহানগরীর সব এইচএসসি শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মহানগরীর ৭ হাজার ৩শ’ ৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।