খুলনা: রিক প্রবীণ কল্যাণ কর্মসূচি ও রোটারি ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গলের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় খুলনা আলিয়া মাদরাসা মাঠে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বেলা ৩টা থেকে সাড়ে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।
বিস্তারিত তথ্যের জন্য রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) মো. এমদাদুল হক (০১৩১৩-৪৩১৩৫৯), বশির শরীফ (০১৩১৩-৪৩১৮৮৪), মো. ইউনূস আলী (০১৭২৮-৭১২৭৯১) ও মো. মামুনুর রশিদ (০১৩১৩-৪৩১৩৯৯) এবং রোটারি ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গলের শেখ মনজুর হাসান অপু (০১৬১১-৩২২৮৭০), নিঘাত সুলতানা (০১৯৩৮-০৮০০৯৭), হিত্তাতুল আল মাহমুদ পরশ (০১৬৭৪-৮২১০১১) ও আব্দুর রহিম মুকুল (০১৭৯৮-৮৪৫৩৪৬) এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
রোটারি ক্লাব অব খুলনা সাউথ বেঙ্গলের শেখ মনজুর হাসান অপু বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য রোববার রাত ৯টা পর্যন্ত আলিয়া মাদ্রাসায় রেজিস্ট্রেশন করা যাবে। যাদের ছানি অপারেশন করতে হবে তাদের হাসপাতালে আসা-যাওয়া, থাকা খাওয়া, ওষুধ, লেন্স ও কালো চশমা বিনামূল্যে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৫ , ২০২১
এমআরএম/এমএমজেড