ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে আরও দুই জন মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১১৯ জন। এর মধ্যে ঢাকাতে ২৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি ৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৫৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার ৭৭৯ জন। একই সময়ে তাদের মধ্যে থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪২৩ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যুর হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরকেআর/আরআইএস