ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

স্বাস্থ্য

রা‌মেকে ক‌রোনায় ২ জ‌নের মৃত‌্যু, শনাক্তের হার ১৭.৫৭ শতাংশ

সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
রা‌মেকে ক‌রোনায় ২ জ‌নের মৃত‌্যু, শনাক্তের হার ১৭.৫৭ শতাংশ

রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে বিগত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়া‌রি) সকাল ৮টা থেকে বুধবার (১২ জানুয়া‌রি) সকাল ৮টার ম‌ধ্যে তা‌দের মৃত‌্যু হ‌য়।

রামেক হাসপাতা‌লের প‌রিচালক ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল মো. শামীম ইয়াজদানী এই তথ‌্য নিশ্চত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, দু’জনই ষাটোর্ধ্ব। তাদের একজন নারী ও একজন পুরুষ। তারা নাটোর থেকে রামেক হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। দু’জনই করোনার উপসর্গে ভুগছিলেন।

তিনি আরও জানান, এই ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ৯ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট ২৭ জন রোগী ভর্তি ছিলেন।

এছাড়া আগের দিন মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজশাহী জেলার ২১৪টি নমুনা পরীক্ষা হয়। এতে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে বর্তমানে রাজশাহীতে করোনায় সংক্রমণের হার বেড়ে ১৭ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। যা বিগত সপ্তাহেও ৫ শতাংশের নিচে ছিল।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।