সিলেট: ওমিক্রন শনাক্তের সুযোগ-সুবিধা নেই সিলেটে। পিসিআর/আরপিসিআর ল্যাবে করোনা পজিটিভ শনাক্ত ব্যতিরেকে বিকল্প কোনো সুযোগ নেই নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্তে।
সংশ্লিষ্টরা বলেন, কেবলমাত্র ঢাকায় জাতীয় রোগ নির্ণয় কেন্দ্রে (আইইডিসিআর) রেনডোমাইজ ফ্রিকুয়েন্স করে ওমিক্রন শনাক্ত করছে।
এদিকে, সিলেট বিভাগে করোনা দ্রুত ছড়ানোর কারণে ওমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে ডেলটাও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, সিলেট কিংবা বিভাগীয় শহরগুলোতে ওমিক্রন শনাক্তে পৃথক পরীক্ষার (টেস্ট ফ্যাসিলিটি) সুযোগ সুবিধা নেই। কেবল ঢাকায় আইইডিসিআর রেনডোমাইজ ফ্রিকুয়েন্স করে শনাক্ত করছে।
তিনি বলেন, ওমিক্রন আক্রান্তদের লক্ষণ হিসেবে জ্বর, মাথা, ব্যথা, সর্দি কাশি, দেহে অবসাদ দেখা দিতে পারে। এটা প্রাণঘাতি হতে পারে। তাই করোনাকে করোনা হিসেবে চিন্তা করা উচিত। কে কোনোভাবে আক্রান্ত হবে, তা বলা যায় না। সব ভ্যারিয়েন্টকে গুরুত্ব দিয়ে চলা উচিত।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, সিলেট বিভাগে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর দাঁড়ালো ৫৫ হাজার ৮৫৫ জনে।
গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৩ শতাংশে। আগের দিন ২৪ ঘণ্টায় এই হার ১৩ দশমিক ৮১ শতাংশ ছিল। ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে থেকে ৯৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারের ২৬ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। এরমধ্যে ৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ ১৩ ও মৌলভীবাজারে ২ জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮৩০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ২০৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৪৮৫ জন সুস্থ হয়েছেন।
নতুন করে আক্রান্ত ১৬৩ জনসহ বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৫৫ হাজার ৮৫৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ৫৮৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৭৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭২৫ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৬৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
তবে, গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি সিলেটে। এ যাবত বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ৯৯১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনইউ/এএটি