ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বুস্টার ডোজ নিলেন ‘করোনাযোদ্ধা’ খোরশেদ ও শকু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
বুস্টার ডোজ নিলেন ‘করোনাযোদ্ধা’ খোরশেদ ও শকু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত দুই কাউন্সিলর ‘করোনাযোদ্ধা’ মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শওকত হাসেম শকু করোনার বুস্টার ডোজের টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এ টিকা নেন দুজন।

 

তাদের দুজনই দেশে করোনা সংক্রামণ শুরু হওয়ার পর আক্রান্তদের সেবায় এগিয়ে এসেছিলেন। করোনায় মৃতদের দাফন ও সৎকার করে দেশব্যাপী আলোচনায় আসেন তারা।

বুস্টার ডোজ নেওয়ার পর তারা জানান, করোনা সংক্রামণ আবার বাড়ছে। আমাদের সতর্ক ও সচেতন হতে হবে। সবাই টিকা বা বুস্টার ডোজ নিন। আর একটি প্রাণও করোনায় ঝরে যাক, আমরা চাই না।

আরও পড়ুন:
করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিতে চান কাউন্সিলর খোরশেদ
টানা চতুর্থবার বিপুল ভোটে জয়ী খোরশেদ
করোনা রোগীর জন্য ফল উপহার দিলেন কাউন্সিলর শকু

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমআরপি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।