সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
রোববার (০৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল স্বাক্ষরিত ২৪ ঘণ্টায় প্রতিবেদনে তা নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, সিলেট বিভাগে আক্রান্ত ২৪৬ জনের ১৬৩ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ১৩ জন।
এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা পজিটিভ প্রমাণিত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৮০৩ জন। রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন। এ নিয়ে বিভাগে মোট ৫১ হাজার ৯৯৬ জন সুস্থ হয়েছেন। পক্ষান্তরে বিভাগে ১ হাজার ২০৭ জন মারা গেছেন। তন্মধ্যে সিলেট জেলার ৮৯৩, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জেলার আরও ১১৮ জনের মৃত্যু হয় করোনায়।
সংশ্লিষ্টদের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সিলেটসহ বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে অবস্থা গুরুতর ১৮ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনইউ/কেএআর