ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশের ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
দেশের ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টার্গেটের জনসংখ্যার প্রায় শতকরা ৯৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আর দেশের জনসংখ্যা অনুযায়ী ৭৫ ভাগ টিকা দেওয়া হয়েছে।

যারা বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত ডোজ নিয়ে সুরক্ষিত থাকবেন।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। বেশ কিছুদিন ধরে করোনায় মৃত্যু শূন্য রয়েছে। আক্রান্তের হারও কমে গেছে। সারাদেশে ৪০-৬০ জন আক্রান্ত হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি সচল রয়েছে। টিকা কার্যক্রমও সফলতার সঙ্গে হচ্ছে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বাংলাদেশ বিশ্বের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈশ্বিক টিকা জোট ‘গ্যাভি’ টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে।  

বাংলাদেশ ভালো অবস্থান রয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, বাংলাদেশে এখনও শ্রীলঙ্কার মতো হয়নি, যেখানে এখন খাওয়া নেই, ওষুধ নেই, পেট্রোল নেই, চলা-ফেরার দুরাবস্থা হচ্ছে। সরকার পতনের অবস্থা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।  

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ আব্দুল লফিত, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার আব্দুল্লাহিল বাকী, পৌরসভার মেয়র রমজান আলী, জেলা সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।