ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ৫, ২০২২
আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢাকা: চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় শেখ মইনুল হক চৌধুরী (৪৩) নামে দগ্ধ আরও একজনকে ঢামেকের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তিনি কনটেইনার ডিপোর আমদানি বিভাগের শিফট ইনচার্জ।

রোববার (৫জুন) বেলা আড়াইটার দিকে অ্যাম্বুলেন্স যোগে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর আগে সকালে দগ্ধ তিনজনকে এই চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

মইনুলের ভাই আবু নুর মো. মোস্তফা জানান, তাদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। বর্তমানে চট্টগ্রাম বদ্দারহাট এলাকায় থাকেন। বাবার নাম মৃত মহিবুল্লাহ চৌধুরী। ঘটনার সময় মইনুল বিএম কনটেইনার ডিপোতে শিফট ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, সীতাকুন্ডের আগুনের ঘটনায় মইনুল নামে দগ্ধ আরও একজনকে এখানে আনা হয়েছে। তার শরীরের  ১৮ ভাগ দগ্ধ হয়েছে। এর আগে দগ্ধ অবস্থায় তিনজন এসেছেন। এনিয়ে বর্তমানে সীতাকুন্ডের ঘটনায় দগ্ধ মোট চারজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৫ জুন, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।