ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১২
ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবস উপলক্ষে র‌্যালি

ঢাকা : ওয়ার্ল্ড ডেন্টিস্টস দিবস উপলক্ষে ওরাল হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শতাধিক ডেন্টিস্টদের অংশগ্রহণে র‌্যালিটি ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট থেকে বের হয়ে হাইকোর্ট এলাকা এবং প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে পৌঁছে।

পরে পল্টন মোড় থেকে পুনরায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে গিয়ে র‌্যালিটি শেষ হবে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. সাফি পারভেজ।

তিনি আরো জানান, সব দন্ত চিকিৎসক এবং দন্ত বিষয়ের ওপর মেডিকেলের শিক্ষার্থীরা এ র‌্যালিতে অংশ নিয়েছেন।

সিটি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী অলিন্দ জানান, ওরাল হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ মার্চ ওয়ার্ল্ড ডেন্টিস্টস যে উপলক্ষে এ র‌্যালি বের করা হয়েছে। প্রতিবছর এই দিনে দন্ত চিকিৎসকরা এবং দন্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময় : ১১২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।