ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয় করা হচ্ছিল ডায়াগনস্টিক সেন্টারে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয় করা হচ্ছিল ডায়াগনস্টিক সেন্টারে!

রাজশাহী: রাজশাহীর আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মহানগরীর কলাবাগান এলাকার এই প্রতিষ্ঠানটিকে তাই ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।  

বুধবার (৩ আগস্ট) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই অভিযান চালায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই ডায়াগনস্টিক সেন্টারে তদারকির করা হয়।  

এ সময় রোগ নির্ণয়ের জন্য ল্যাবের ভেতর মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। এর দায়ে আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া আলাদা অভিযানে লাইসেন্স-বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পাশের ঘোষপাড়া এলাকার ইসলাম ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২

এসএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।