ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ১০ কোটি রুপির মাদকসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ত্রিপুরায় ১০ কোটি রুপির মাদকসহ আটক ১

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার উত্তর জেলায় মাদকবিরোধী অভিযানে আবারও প্রায় ১০ কোটি রুপির হেরোইনসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) অভিযান শেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিবেশী রাজ্য থেকে দামছড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় মাদক আসছে এমন খবর পেয়ে দামছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সড়কে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় একটি গাড়ি থেকে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ খলিল উদ্দিনকে আটক করা হয়। তিনি আসামের করিমগঞ্জ জেলার বাসিন্দা। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি রুপি।

তিনি জানান, মাদককারবারি খলিল উদ্দিনের নামে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গত ২১ আগস্ট ত্রিপুরার উত্তর জেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কোটি রুপির মাদকসহ তিন মাদককারবারিকে আটক করেছিল ত্রিপুরার উত্তর জেলা পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।