কলকাতা: প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের সঙ্গে গভীর মর্যাদায় বিজয় দিবস পালন করতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
সেই উপলক্ষে ভারতের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর, কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অভ্যর্থনায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ৩০ জন সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধা কলকাতায় আসছেন।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর।
শনিবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার সেনাপ্রধান (ওয়াই এস এম, এস এম, এম জি জি এম) মেজর জেনারেল এম পি সিং।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, আনন্দবাজারের সাবেক সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
ভিএস/আরবি