ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরায় কার্ল মার্কসের জন্মদিন উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ৫, ২০১৬
ত্রিপুরায় কার্ল মার্কসের জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: দার্শনিক, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কসের ১৯৯তম জন্মদিন উদযাপিত হয়েছে ত্রিপুরায়।  

বৃহস্পতিবার (৫ই মে) সি পি আই (এম) দলের উদ্যোগে ত্রিপুরা রাজ্যজুড়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

এদিন রাজ্যের প্রতিটি মহকুমায় দলের মহকুমা কমিটির পক্ষে দলীয় পতাকা উত্তোলন ও মার্কস’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেলে মার্কসের জীবন ও আদর্শের বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সন্ধ্যায় এই বিষয়ে মূল অনুষ্ঠানটি হবে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সি পি আই (এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
জিসিপি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।