ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতার শারদ উৎসবে পড়বে চীন‍া তুলির টান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ১০, ২০১৬
কলকাতার শারদ উৎসবে পড়বে চীন‍া তুলির টান

কলকাতা: বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার অর্থনৈতিক করিডোর (বিসি আইএম) সামনে রেখে ভারত ও চীনের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে কলকাতার শারদ উৎসবে। কলকাতার দুর্গা পূজায় এবার পড়তে চলেছে চীনা সংস্কৃতির তুলির টান।

চীনের ইউনান প্রদেশের নাগরিকদের সঙ্গে পশ্চিমবঙ্গের নাগরিকদের এক সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে ইউনান প্রদেশ থেকে শারদ উৎসব দেখতে মানুষ আসবে কলকাতায়।

অপরদিকে কলকাতা থেকে শ’দুয়েক পর্যটককে কুনমিং প্রদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সেখানকার কর্মকর্তারা। এর মাধ্যমে সাংস্কৃতিক লেনদেনের যে পক্রিয়া দু’দেশের মধ্যে চালু রয়েছে তা আরও বাড়বে।

জানা যায়, কলকাতার কিছু মণ্ডপে চীনা সাংস্কৃতিক বিভিন্ন কাজ থাকবে। আগামী দিনে বিসিআইএম’র অন্তর্ভুক্ত অন্য দেশগুলির সঙ্গে শারদ উৎসব সামনে রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।