ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিরোধী দলনেতা নিয়ে ভাবছে কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ২০, ২০১৬
বিরোধী দলনেতা নিয়ে ভাবছে কংগ্রেস

কলকাতা: মুখ্যমন্ত্রী তো মমতাই। এবার কে হচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা? এ নিয়ে কলকাতায় শুরু হয়েছে কানাঘুষা।

 

বৃহস্পতিবার (১৯ মে) বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

ফলাফলে এগিয়ে রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতাই। যদিও শুক্রবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আনুষ্ঠানিকভাবে দলনেতা বেছে নেবেন তৃণমূল কংগ্রেসের বিজয়ী  বিধায়কর‍া।

কিন্তু কে হবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।

ভোটের ফলাফলে একথা স্পষ্ট হয়েছে যে বিরোধী দলের আসনে বসবে দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস।
সংশ্রিষ্ট সূত্র বলছে, এখনও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেনি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তবে প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তরে কান পাতলে শোনা যাচ্ছে কয়েকটি নাম।

এগুলোর মধ্যে সবচে’ বেশি শোনা যাচ্ছে সবং থেকে জিতে আসা বিধায়ক মানস ভূঁইয়ার নাম। মানস ভূঁইয়া ১৯৮২ সাল থেকে বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে।

দলের একটা বড় অংশের ইচ্ছে তাকেই করা হোক বিরোধী দলনেতা।

এর পরেই উঠে আসছে আবদুল মান্নানের নাম। পশ্চিমবঙ্গের সরকার বিরোধী মুখ হিসেবে আবদুল মান্নান যথেষ্ট জনপ্রিয়।   রয়েছে মনোজ চক্রবর্তী ও নেপাল মাহাতের নামও।

তবে বলাই বাহুল্য এর মধ্যে মানস ভূঁইয়া সবার থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে আছেন। গত বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র।

এ নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। অন্যদিকে ৩৪ বছর শাসন করে আসা সিপিএম এই নির্বাচনে ৩২ টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে। ফলে বিরোধী দলের পদটিও বামেদের হাতছাড়া হয়েছে।  

২৭ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। তার পরেই বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান  হবে। সে সময়েই ঘোষণা করা হবে বিরোধী দলনেতার নাম।

তবে কংগ্রেস সূত্রে খবর, ফলাফল পরবর্তী বৈঠকেই ঠিক হয়ে যাবে বিরোধী দলনেতার নাম। আর সেখানে মানস ভূঁইয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মে ২০, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।