ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ক্যানসার, ডায়াবেটিসের ওষুধের দাম কমলো ভারতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ক্যানসার, ডায়াবেটিসের ওষুধের দাম কমলো ভারতে

কলকাতা: ভারতে গড়ে ২৫ শতাংশ হারে কমেছে ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধের দাম। একইসঙ্গে কমেছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং উচ্চ রক্তচাপের ৫৬টি ওষুধের দামও।

ভারত সরকারের পক্ষ থেকে নতুন যে তালিকা প্রকাশ করে হয়েছে সেখানে ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ হারে বিভিন্ন ওষুধের দাম কমানো হয়েছে।

ওষুধের দাম নিয়ন্ত্রণে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব উৎপাদনকারী সংস্থা নতুন তালিকা মানবে না তাদের অতিরিক্ত মূল্য ও এর ওপর কর দিতে হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তি পাবেন রোগীরা। চিকিৎসার খরচ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রোগী ও পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা,০৭ জুন , ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।