ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আফগানিস্তানে কলকাতার নারী এনজিওকর্মী অপহৃত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আফগানিস্তানে কলকাতার নারী এনজিওকর্মী অপহৃত

কলকাতা: আফগানিস্তানে জুধিত ডিসুজা (৪০) নামে কলকাতার এক নারী এনজিওকর্মী অপহৃত হয়েছেন। কাবুল শহরের তাইমানি অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছে জানা যায়।



কলকাতার এই বাঙালি এনজিওকর্মী ‘আগা খান ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তার পরিবারের সদস্যরা কলকাতা থাকেন।

ভারতীয় দূতাবাস এ বিষয়ে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। জানা যায়, আফগান প্রশাসনের তরফে ওই নারী এনজিওকর্মীর মুক্তির জন্য কাজ করছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে অথবা শুক্রবার (১০ জুন) খুব ভোরের দিকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।