ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি’র জাতীয় সড়ক অবরোধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি’র জাতীয় সড়ক অবরোধ

আগরতলা: ত্রিপুরার এডিসি এলাকাকে নিয়ে তুইপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে রাজ্যের একমাত্র জাতীয় সড়ক অবরোধ করেছে রাজনৈতিক দল আইপিএফটি।

 

বুধবার (২২ জুন) স্থানীয় সময় ভোর ৬টা থেকে তাদের অবরোধ শুরু হয়।

দলের নেতাকর্মীরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত বড়মুড়া পাহাড়ের সাধুচন্দ্রপাড়া ও বড়দয়াল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেছেন।

আইপিএফটি’র কর্মী-সমর্থকরা মঙ্গলবার (২১ জুন) বিকেল থেকে জাতীয় সড়কের এ দুই স্থানে জড়ো হতে থাকেন। অবরোধের ফলে এখন পর্যন্ত জাতীয় সড়কের ওই অংশ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি।

জাতীয় সড়কের পাশাপাশি এদিন আইপিএফটি’র কর্মী-সমর্থকরা রেলপথও অবরোধ করেছেন। বড়মুড়া পাহাড়ের বাইরে রেল সুড়ঙ্গের সামনে তারা রেলপথ অবরোধ করেছেন।

এদিকে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে প্রশাসন। দু’টি স্থানেই প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে অবরোধের বিপক্ষে রাস্তায় নেমে বিরোধিতা করেছে সিপিআই (এম) সহ তাদের শাখা সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।