ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গের সমুদ্র উপক‍ূলে ইলিশের রাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
পশ্চিমবঙ্গের সমুদ্র উপক‍ূলে ইলিশের রাশ

কলকাতা: পশ্চিমবঙ্গের দিঘা উপক‍ূলে এতো ইলিশ আগে বোধহয় খুব কমই দেখা গেছে। সোমবার দিঘার উপকূলে মাছ ধরতে যাওয়া দুশোটির মতো ট্রলার নোঙর করে।

প্রতিটি ট্রলার ছিলো ইলিশে ঠাসা।  

এ খবরে সোমবার (২৭ জুন) সকাল থেকেই কলকাতার বাজারগুলিতে পড়তে শুরু করেছে ইলিশের দাম।

এতো পরিমাণে ইলিশ ধরা পড়ার সঙ্গে সঙ্গে মৎস্য অধিদপ্তর থেকে ছোট ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।  

মৌসুমের প্রথম দিকে ইলিশ না পাওয়া যাওয়ায় এবং বাজারে ইলিশের দাম অনেক বেশি থাকায় মধ্যবিত্তের পাতে সেভাবে ইলিশ পড়েনি। নতুন এ খবরে আশায় বুক বাঁধছে পশ্চিমবঙ্গবাসী।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।