ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরার সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর।

রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।



আরও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা, দফতরের বিশেষ সচিব এম এল দেও প্রমুখ।

পবিত্র কর বলেন, মনকে সুস্থ রুচির সংস্কৃতির প্রতি অনুরক্ত করতে প্রতিনিয়ত রবীন্দ্র চর্চার প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।