ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরার খোয়াইয়ে চোরাই গাছের গুঁড়ি জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ত্রিপুরার খোয়াইয়ে চোরাই গাছের গুঁড়ি জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলা থেকে চোরাই গাছের গুঁড়ি জব্দ করেছে জেলা বন দফতরের কর্মীরা। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ রুপি বলে জানিয়েছেন এস ডি এফ ও প্রাণজীৎ ভৌমিক।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ আগস্ট) দুপুর ৩টা পর্যন্ত তিন ঘণ্টা জেলার কল্যাণপুরের শান্তিনগর গ্রামের একাধিক জায়গায় অভিযান চালিয়ে মূল্যবান প্রজাতির ৫শ’ গাছের গুঁড়ি জব্দ করা হয়।

প্রাণজীৎ ভৌমিক বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে এই কাজ চালিয়ে আসছিলো। জব্দ করা চোরাই গাছের গুঁড়িগুলো তেলিয়ামুড়া জেলা বন দফতরের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।