ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

হরতালের বিরুদ্ধে অভিনব প্রচারে পশ্চিমবঙ্গ সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
হরতালের বিরুদ্ধে অভিনব প্রচারে পশ্চিমবঙ্গ সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সরকার ঘোষিত ন্যূনতম মজুরির বিরুদ্ধে শুক্রবার (২ সেপ্টেম্বর) সারা ভারতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির একাধিক শ্রমিক সংগঠন।

এ হরতাল রুখতে অভিনব পদ্ধতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সরকারি কর্মীদের হরতালের দিন আবশ্যিকভাবে কাজে আসার নির্দেশ জারি করা হয়েছে। সঙ্গে এবার এক সম্পূর্ণ নতুন পদ্ধতি ব্যবহার করছে সরকার। কলকাতা পৌর সংস্থা থেকে গোটা কলকাতাজুড়ে হরতাল বন্ধ করার জন্য প্রচার শুরু হয়েছে।

প্রচারে রাখা হয়েছে বিভিন্ন মাপের প্রচুর সংখ্যক ব্যানার। যেখানে হরতালের ফলে উদ্ভূত সমস্যাগুলি ব্যাখ্যা করা হয়েছে। এ ধরনের হরতালবিরোধী প্রচার কলকাতায় প্রথম।

কলকাতা উচ্চ আদালত জানিয়েছে, জোর করে হরতাল করা যাবে না। অন্যদিকে কেউ হরতার করতে চাইলে তাকে জোর করে রোখাও যাবে না।

ভারত সরকার ন্যূনতম মজুরি ৪৫ শতাংশ বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে তাতে অখুশি হয়ে এ হরতাল ডেকেছে শ্রমিক সংগঠনগুলি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।