আগরতলা: ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও সোমবার (০৫ সেপ্টেম্বর) পালিত হয়েছে ৫৫তম শিক্ষক দিবস।
এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী বিজিতা নাথ, শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিং, বিদ্যালয় শিক্ষা দফতরের প্রধান সচিব ডা. রাকেশ সারবাল প্রমুখ।
অনুষ্ঠানে এ বছরের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয় ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ বিদ্যালয় শিক্ষা দফতরের প্রাক্তন অধিকর্তা রণজিৎ দেবনাথকে। মুখ্যমন্ত্রী মানিক সরকার রণজিৎ দেবনাথের হাতে এ সম্মান তুলে দেন।
পাশাপাশি এদিন অনুষ্ঠানে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের তাদের কাজের উৎকর্ষতার জন্য সংবর্ধিত করা হয়।
ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের প্রতিটি মহকুমা স্তরেও পালিত হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেডএস