কলকাতা: পেট্রোপোল ও বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি। তার সঙ্গে থাকবেন উপ হাই কমিশনার জকি আহাদ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তাদের পরিদর্শনের কথা রয়েছে বলে জানা যায়। এছাড়া দুই দেশের কাস্টমস বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলার সম্ভাবনাও আছে।
সীমান্ত এলাকা দিয়ে পণ্য এবং যাত্রী চলাচলের বিভিন্ন দিক হাই কমিশনার পর্যবেক্ষণ করবেন বলে মনে করা হচ্ছে। এরপর তিনি শান্তিনিকেতনের উদ্দেশে রওয়ানা দেবেন।
সেথানে অধ্যক্ষের সঙ্গে পরিচিত হবেন এবং নির্মীয়মাণ বাংলাদেশ ভবন-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
ভিএস/আইএ