কলকাতা: কালীপূজা এবং দেওয়ালির আতশ বাজির দূষণে অনেকটাই দূষিত হয়েছে কলকাতার বাতাস। এ কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ অবস্থার চেয়ে দেওয়ালির সময় দূষণ অনেকটাই বেশি। এ কারণে রাতের নগরীতে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
গড়ে প্রায় ৩৫ শতাংশের বেশি দূষণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু কলকাতাতেই নয়, কলকাতার বাইরেও বিভিণ্ন এলাকায় একইভাবে দূষণের মাত্রা বেড়েছে।
আঁতশ বাজি নিষিদ্ধ করা হলেও অন্যান্য বাজির থেকে বের হওয়া রাসায়নিক ধোঁয়া বাতাসে দূষণ বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে কলকাতাসহ আশপাশের বিভিন্ন এলাকায়।
বিশেষজ্ঞদের দাবি, এ দূষণের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।
বাজির ধোঁয়ার ফলে বায়ু দূষণের এ সমস্যা কাটতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে বলে জানান তারা।
এদিকে সম্প্রতি ইউনিসেফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সাতজনের মধ্যে একজন শিশু বাড়ির বাইরের দূষণে অসুস্থতার শিকার হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/এমএ