ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ছবিতে কলকাতার কালী পূজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ছবিতে কলকাতার কালী পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: হিন্দুশাস্ত্র মতে, দেবী দুর্গার আরেক রূপ মা কালী। বলা হয়, অন্ধকারে অসুর বিনাশ করতে মা কালীর আবির্ভাব এবং কালী রূপেই দেবী সবচেয়ে বেশী অসুর বিনাশ করেন।

কালী পূজা দুর্গা পূজার মতো পাঁচদিন ধরে হয় না। কালী পূজা হয় অমাবস্যার মধ্য রাতে।

পুরাণ মতে, কালীর দেহের রঙ শ্যামবর্ণ। দেবীকে পূজার মধ্য দিয়ে জগতের সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ানো ও অন্যায়ের বিনাশ লাভ হয়।

ছবিতে দেখে নিই কলকাতার কালী পূজা।

আজাদগড় ব্যবসায়ী সমিতি প্রতিমা। দেবী এখানে ভারতমাতা রূপে পূজিত।

চেতলা অগ্রণীর প্রতিমা। দেবী এখানে শ্যামা রূপে পূজিত হচ্ছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী ববি হাকিমের পূজা বলে পরিচিত।

কালীঘাট মন্দির।

উত্তর চব্বিশ পরগণা জেলার মহেশতলা নবজাগরণ সংঘ। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিত হচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পূজা।

দক্ষিণ কলকাতার মাস্টারদা সুর্যসেন ক্লাবের দেবী মূর্তি।

রাজার হাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন থিম পূজা।

দক্ষিণ কলকাতার রসা শক্তি সেবক সংঘের পূজা। দেবী এখানে রুদ্রানী রূপে পূজিত।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ভিএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।