আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে কার্যক্রম চালানো মোট ৩১টি ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
মঙ্গলবার (০১ নভেম্বর) ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি জারি করে ইটভাটা বন্ধের এ নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে অনেকগুলো ইটভাটা অনুমতি ছাড়া চলছে। আবার কিছু কিছু ইটভাটা
প্রথমে অনুমতি নিয়ে চালু হলেও পরবর্তীতে আর নবায়ন করেনি। বেশ কয়েকটি ইটভাটা জনবহুল এলাকায় চলছে, যার ফলে এলাকায় দূষণ ছড়াচ্ছে।
বন্ধের নির্র্দেশ দেওয়া ইটভাটাগুলোর মধ্যে পশ্চিম জেলায় ১৩টি, সিপাহীজলা জেলায় ২টি, ঊনকোটি জেলায় ২টি, উত্তর জেলায় ১০টি, ধলাই জেলায় ১টি, গোমতী জেলায় ২টি এবং দক্ষিণ জেলায় ১টি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসসিএন/জিপি/জেডএস