আগরতলা: ত্রিপুরার বিধানসভার অন্তর্গত বড়জলা বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস।
এ উপলক্ষে বুধবার (০২ নভেম্বর) দুপুরে বড়জলা এলাকায় দলের নেতা-কর্মীরা প্রার্থীকে সঙ্গে নিয়ে একটি বের মিছিল করেন।
মিছিলটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় নেতা-কর্মীরা প্রথমে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আসেন। মিছিলটি সদর মহকুমা শাসকের অফিসের সামনে এসে জড়ো হয়।
সেখান থেকে প্রার্থী রাজেন্দ্র কুমার দাসসহ এক প্রতিনিধি দল উপ-নির্বাচনে বড়জলা আসনের রির্টিনিং অফিসার শমিত চৌধুরীর হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় প্রমুখ।
প্রার্থী রাজেন্দ্র কুমার দাস সংবাদিদের বলেন, এ আসনে কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। এবার উপ-নির্বাচনেও মানুষ কংগ্রেসকে ভোট দেবেন। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কংগ্রেসকে চাইছে বলেও জানান।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এসসিএন/জিপি/এসএইচ