এর আগে অভিনেতা তথা তৃনমূল কংগ্রেস সাংসদ তাপস পালকে গ্রেপ্তার করেছে সিবিআই। মনে করা হচ্ছে গোয়েন্দারা রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগ আছে কি না সেই নিয়ে প্রশ্ন করবেন।
সিবিআই দপ্তরে প্রবেশের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই-এর তলব করা নিয়ে মুখ খুলতে চাননি। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি সরকার রাজনৈতিক কারণে সিবিআই-কে দিয়ে তাঁর দলের নেতাদের হেনস্থা করছেন।
এই বিষয়ে প্রশ্ন করা হলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা তথা সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন ,এই বিষয়ে যদি কিছু বলার থাকে সেটা দল সরকারি ভাবে জানাবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৬
এসএস/আরআই