ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ঝিরঝিরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শীত বাড়ছে পশ্চিমবঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ঝিরঝিরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শীত বাড়ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টি আর ঝড়ো হাওয়া

কলকাতা: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টি আর ঝড়ো হাওয়ার সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল থেকেই কলকাতাতেও বইছে ঝড়ো হাওয়া।

অন্যদিকে কাশ্মীরে বরফপাত শুরু হওয়ার ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানা যায়।

কলকাতায় বৃষ্টি না হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই পড়ে গেছে। মেঘলা আবহাওয়ার ফলে জেলাগুলোতে সকালের দিকে ঘন কুয়াশা দেখা গেছে। কলকাতায় ২৬ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঠাণ্ডা হাওয়া বইছে।

এদিকে অসময়ে বৃষ্টির কারণে সাধারণ মানুষ কিছুটা সমস্যায় পড়েছেন। জেলাগুলো থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে এ বৃষ্টিতে ফুলকপি চাষে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টি চলতে থাকলে অন্যান্য শীতের ফসলের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।

তবে তাপমাত্রা কমে যাওয়ায় বেশ খুশি কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষরা। বেসরকারি আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী আগামী পাঁচদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।