ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় বিজনেস সামিটে উপস্থিত বাংলাদেশের প্রতিনিধিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
কলকাতায় বিজনেস সামিটে উপস্থিত বাংলাদেশের প্রতিনিধিরা কলকাতায় বিজনেস সামিটে উপস্থিত বাংলাদেশের প্রতিনিধিরা, ছবি: সংগৃহীত

কলকাতা: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০১৭-এ বাংলাদেশের ৩৫ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধিদল যোগ দিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই বিজনেস সামিটে যোগ দেবেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই দুইদিনের সম্মেলনের উদ্বোধন করছেন। এই নিয়ে তৃতীয় বছর অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের শিল্প ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এমন সম্মেলন।

সামিটে থাকছে ভারতে প্রথম সারির প্রায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠান। ২০ ও ২১ জানুয়ারি এই দুই দিন ধরে চলবে বিজনেস সামিট।

বাংলাদেশ থেকে যে দল সামিটে যোগ দিচ্ছে তাদের মধ্যে আছেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি; নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, এফবিসিসিআই’র ডিরেক্টর; নিজাম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, এফবিসিসিআই’র ডিরেক্টর তথা খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রাহুল আমিন, বাংলাদেশ ডাই অ্যান্ড মোল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব রহমান কাজী, সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সভাপতি নাসিম ফারুখ খান মিঠু।
 
আরও উপস্থিত থাকছেন বাংলাদেশ কাঁচামাল আরত মালিক সমিতির প্রেসিডেন্ট ইমরান মাস্টার, বাংলাদেশে প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি বাকির হোসেন, ন্যাশনাল রাইস মিলের মালিক মাহমুদ হাসান রাজু, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি; রুমেন এন্টারপ্রাইজের এমডি হুমায়ুন রসিদ খান পাঠান (রুমেন), বাংলাদেশ কাঁচামাল আরত মালিক সমিতির সহ-সভাপতি; শাহিন এন্টারপ্রাইজের কর্ণধার মনিরুল ইসলাম।

বিজনেস সামিটে অংশগ্রহণ করছেন এম জে প্লাস্টিক সেন্টারের কর্ণধার; বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সইফুল ইসলাম (মাসুদ)।

সামিটে পোশাক বাণিজ্যের সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের পোশাক বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা এতে বিশেষভাবে অংশগ্রহণ করছেন। থাকছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজেএমইএ) পরিচালক আশিকুর রহমান (তুহিন), বিজেএমইএ’র আরেক পরিচালক মুনির হোসেন, বাংলাদেশ চেম্বার অব কর্মাসের ডিরেক্টর মিনাজুর রাহমান, এসএসবিসিএল-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সুমন তালুকদার, নর্থ ইস্ট এলপিজি লিমিটেডের চেয়ারম্যান আবদুল আজিজ, মেহেবুব স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান মাবুবুর রহমান খান।

সামিটে যোগদান করেছেন প্রেসিডিয়াম মেম্বার বাংলাদেশ আওয়ামী যুবলীগ; স্যাডকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ আতিয়ার রহমান দীপু, লিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোবারক হোসেন।

বাংলাদেশের আইটি ক্ষেত্র থেকে এই সামিটে যোগ দিচ্ছেন ফিফো টেকের ম্যানেজিং ডিরেক্টর তাহিদ হোসেন। সিম পেপার মিলসের ম্যানেজিং ডিরেক্টর এস এম রাফিকুল ইসলাম, স্টাইলকার্ড বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহম্মদ আনিসুজ্জামান, স্টার কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর আলী আকবর খান, আলাউদ্দিন টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর দিলিপ কুমার সাহা, এয়ারটেক লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মৌলানা ইয়াকুব সরাফতি, খন্দকার গ্রুপের পরিচালক রুকসানা আমিন, নর্থ ইস্ট এল পি জি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান আমিন।

এছাড়াও উপস্থিত থাকছেন বিক্রমপুর রাইস এজেন্সির কর্ণধার মনোয়ার খান, জুহারা এন্টারপ্রাইজের কর্ণধার হাজি আব্দুল মান্নান, সামেয়া ট্রেডিংয়ের কর্ণধার হারুন অর রশিদ, আয়েশা এন্টারপ্রাইজের কর্ণধার আয়েশা আকতার এবং এফবিসিসিআই–এর অ্যাসাইনমেন্ট সেক্রেটারি মাহুমুদ উর রাহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।