ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

উপ হাইকমিশনার জকি আহাদের বাবার ইন্তেকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
উপ হাইকমিশনার জকি আহাদের বাবার ইন্তেকাল নূর আল আহাদ

কলকাতা: কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদের বাবা নূর আল আহাদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 
 
নূর আল আহাদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতাযুদ্ধোত্তর পাকিস্তান থেকে কর্মরত অবস্থায় পালিয়ে আসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাকশালের গভর্নর নিযুক্ত করেন।
 
এদিকে নূর আল আহাদের মৃত্যুর খবর পৌঁছালে কলকাতা উপ হাইকমিশন দফতরে শোকের ছায়া নেমে আসে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাইকমিশনে তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে। এরপর স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় বিমানযোগে তার মরদেহ চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। সেখানে তাকে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ভিএস/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।