শুক্রবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে উপ-হাইকমিশন কমিশন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে কলকাতার রাস্তায় ফেস্টুন, ব্যানার, মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রার পর উপ-হাইকমিশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নববর্ষের এ অনুষ্ঠান ছিলো সঙ্গীত, নাচ এবং সুরের মূর্ছনা। বিশিষ্ট অতিথিদের সঙ্গে যোগ দেন কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ। বর্ষবরণের এই অনুষ্ঠান বিগত বছরগুলো থেকেই কলকাতার নববর্ষ অনুষ্ঠানের পাশাপাশি এক বিশেষ জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠান প্রাঙ্গণে ঐতিহ্যবাহী নাগরদোলা, হাওয়াই মিঠাই, বায়োস্কোপ, পালকি, মুখোশ, ছাড়াও ছিলো বিভিন্ন পিঠেপুলি ও হরেক রকম খাবারের ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএস/আরআর/এসএনএস