ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে ট্রেনের টিকিট ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ১০, ২০১৭
ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে ট্রেনের টিকিট ভারতে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে ট্রেনের টিকিট ভারতে

কলকাতা: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (আইআরটিসি) যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে অনলাইনে কেনা টিকিট পৌঁছে দেবে যাত্রীর বাড়িতে।

এতে স্টেশনগুলোর কাউন্টারে ভিড় অনেকটা কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বুধবার (১০ মে) ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, সংস্থাটি দূর-দূরান্তের সাধারণ যাত্রী ও বয়স্ক যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কষ্টের বিষয়টি চিন্তা করে অনলাইনে কেনা টিকিট বাড়ির ঠিকানায় পাওয়ার ব্যবস্থা রেখেছে।

যাত্রীদের সন্তান বা আত্মীয়রা দেশের বাইরে থেকেও অনলাইনে টিকিট কিনে বাড়ির ঠিকানায় পাঠাতে হলে যাত্রীকে নির্ধারিত খরচ দিতে হবে।

এ সেবা গ্রহণে যাত্রীর বায়োমেট্রিকস পরিচয়পত্র ‘আধার কার্ড’ থাকা বাধ্যতামূলক বলেও জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।