টানা ১২৭ দিন বন্ধ থাকার পর পাহাড়ি পথে গত ১৫ অক্টোবর আংশিকভাবে চালু হয় টয়ট্রেন। কিন্তু তা চালু হয়েছিল শিলিগুড়ি থেকে ঘুম স্টেশন পর্যন্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক’দিন আগে ঘোষণা করেন, ২৭ ডিসেম্বর থেকে দার্জিলিংয়ে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা যাবেন সেখানে। এরমধ্যে হেরিটেজ টয়ট্রেন বন্ধ থাকলে বিরূপ বার্তা যাবে বিদেশি পর্যটকদের কাছে।
দার্জিলিং হিমালায়ান রেলওয়ের সঙ্গে কথা বলে অবিলম্বে সম্পূর্ণ পথে টয়ট্রেন চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী রেল দফতর ঠিক করে ১৫ ডিসেম্বর থেকে আগের মতো গোটা পথেই চলবে ঐতিহ্যশালী হেরিটেজ টয়ট্রেন।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসএস/আরআর