ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় দেদারছে বিক্রি হচ্ছে নকল দার্জিলিং চা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
কলকাতায় দেদারছে বিক্রি হচ্ছে নকল দার্জিলিং চা দার্জিলিং চা পাতা

কলকাতা: কলকাতায় কয়েকটি চক্র নকল দার্জিলিং চা পাতা বিক্রিতে সক্রিয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ তো বটেই রাজ্যের বাইরেও দার্জিলিং চা বলে তা বিক্রি করছে। 

নেপালি চা পাতার সঙ্গে অল্প পরিমাণে দার্জিলিং চা পাতা মিশিয়ে তা নেপালের মেচি নদী পেরিয়ে চোরাপথে দার্জিলিং এবং শিলিগুড়িতে আসছে। সেখান থেকে সরাসরি আসছে কলকাতায়।

চোখে দেখে চায়ের এই ফারাক ধরা যাবে না। কিন্তু ওই চা তৈরি করে খেলেই এর পার্থক্য ধরা পড়ছে। নকল সেই দার্জিলিং চায়ের পাতা কলকাতায় ৬শ’ থেকে ১২শ’ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে। কিনে ঠকছেন ক্রেতারা।  

দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৌশিক বসু জানান, নেপালের চা পাতার সঙ্গে সামান্য দার্জিলিং চা মেশানো হচ্ছে। এরপর তাতে মেশানো হচ্ছে ফ্লেভার। চক্রটি এই মিশ্রিত চা পাতাকে দার্জিলিং চা বলে বিক্রি করে প্রচুর মুনাফা লুটছে। ক্রেতারা নকল চা থেকে দার্জিলিং চায়ের গন্ধ পেলেও স্বাদ পাচ্ছেন না।  

তিনি জানান, শুধু নেপালি চা পাতা নয়, অসম চা পাতাও দার্জিলিং চা পাতার সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। নকল দার্জিলিং চায়ের রমরমা রুখতে আমরা টি বোর্ডকে জানিয়েছি। আসলে এটা এককভাবে কেউ করছে না। কয়েকটি ছোট ছোট চক্র এই কাজের সঙ্গে যুক্ত। অভিযোগ জানানোর পর টি বোর্ড ব্যবস্থা নিতে সক্রিয় হয়েছে। কয়েকটা বেআইনি চক্র ধরাও পড়েছে। তবে পুরোপুরি এই চা বিক্রি বন্ধ করা না হলে ভারতে দার্জিলিং চায়ের বাজার আরও মার খাবে।  

জানা গেছে, নেপালের (জিটিএ) প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাংও নকল দার্জিলিং চা বিক্রি ঠেকাতে কড়া বার্তা দিয়েছেন। তিনি সেখানের পুলিশ ও গোয়েন্দা বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন।  

দার্জিলিং-এ টানা ১০৪ দিন বনধের জেরে সেখানে চায়ের উৎপাদনে প্রভাব পড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাহাড়ের সব বাগানে কাজ শুরু হয়েছে। পাহাড়ের অস্থির পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চক্রগুলি সক্রিয় হয়ে উঠেছে।  

উৎপাদিত দার্জিলিং চায়ের ৭০ শতাংশ অর্থাৎ সাত মিলিয়ন কেজি চা বিদেশে রপ্তানি হয়। বাকি ৩০ শতাংশ চা ভারতের বাজারে বিক্রি করা হয় বলে টি অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৮
ভিএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।