সোমবার (৮ অক্টোবর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে উপাচার্যহীন ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, স্মৃতি ইরানি পর ২০১৬ সালে ৫ জুলাই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পান প্রকাশ জাভড়েকর। এরপরও কোনো স্থায়ী উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়টিতে। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বভারতীর মতো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-এর মতো গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ আড়াই বছর ধরে অস্থায়ী থাকায় বিভিন্ন সমস্যায় পড়ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৮
ভিএস/আরআইএস/