ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে ট্রেনে চালু হচ্ছে ই-টয়লেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ভারতে ট্রেনে চালু হচ্ছে ই-টয়লেট ...

কলকাতা: দূরপাল্লার ট্রেনে টয়লেটের দরজা খুললেই স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ হবে কমোড বা টয়লেট প্যানে। প্রতি পাঁচবার টয়লেট ব্যবহারের পর স্বয়ংক্রিয়ভাবে ধোয়া হবে টয়লেটের মেঝেও। ফলে ট্রেনে ভ্রমণের সময় আরও বেশি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন শৌচালয় পাবেন সাধারণ যাত্রীরা।

ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, বায়ো টয়লেটের পর এবার দেশটিতে ট্রেনে ই-টয়লেট আনা হচ্ছে। মূলত ইলেকট্রনিক ব্যবস্থায় চালু থাকা এই শৌচালয় টয়লেটের পরিচ্ছন্নতা রক্ষা করতে অনেক বেশি কার্যকর।

কেরালার একটি কোম্পানি এটি তৈরি করছে।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, অটো প্রি ফ্ল্যাশ ই-টয়লেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। টয়লেটের দরজা খুললেই স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে কমোড বা টয়লেট প্যান। বেশিরভাগ সময়ই রেলের যাত্রীরা টয়লেটের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেন। নয়া পদ্ধতিতে আর কোনো অভিযোগ থাকবে না।

এছাড়াও থাকছে অটো ফ্লোর ফ্ল্যাশ ব্যবস্থা। প্রতি পাঁচবার ব্যবহারের পরেই স্বয়ংক্রিয়ভাবে পানি দিয়ে পরিষ্কার হবে টয়লেটের মেঝে। অর্থাৎ টয়লেট অপরিষ্কার হওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। দুই ক্ষেত্রেই টয়লেটের দরজায় লাগানো থাকছে ‘সেন্সর’। অবশ্য টয়লেট ব্যবহারের পরও পুরনো পদ্ধতিতেও ফ্ল্যাশ বাটন পুশ করা যাবে।  

এসব সু্বিধা ছাড়াও টয়লেট ইন্টিরিয়রেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বলে জানিয়েছে রেল মন্ত্রণালয় সূত্র। ২০১৯ সালের মধ্যে রেলের সবকটি কোচে ই-টয়লেট বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রলালয়।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ২৪ ২০১৮
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।